কুমিল্লার নাঙ্গলকোটে ট্রাক চাপায় এক মাদরাসা ছাত্র শিশু নিহত হয়েছেন। এসময় ১০ হাত দূরে গিয়ে পড়ে তার মাথার খুলির অংশ। সোমবার উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের গোহারুয়া বেপারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রবিন ভূইয়া (১১) গোহারুয়া গ্রামের জামাল ভূইয়ার ছেলে। রবিন মানিকমুড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানান, রবিন মাদরাসা থেকে এসে তার বাবার কাছে যাচ্ছিল। তার বাবা স্থানীয় মান্দ্রা বাজারের একটি বেসরকারি ব্যাংকের উপশাখার সিকিউরিটি গার্ড। এসময় গোহারুয়া বেপারী বাড়ির সামনে আসলে বালিবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। চাকার নিচে পড়ে যায় তার মাথা। ১০ হাত দূরে গিয়ে পড়ে মাথার খুলির অংশ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় গাড়ির চালক পালিয়ে গেছেন। গ্রামজুড়ে শোকের আবহ নেমে এসেছে।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, দুর্ঘটনাটির বিষয়টি শুনেছি। ওই এলাকা থেকে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।
বিডি প্রতিদিন/এএম