চাঁপাইনবাবগঞ্জে জাতীয় গোয়েন্দা সংস্থা-এনএসআই, র্যাব ও ওষুধ প্রশাসন যৌথ অভিযান চালিয়ে অনুমোদনহীন ওষুধ বিক্রির অপরাধে ২ জনকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয় ২২ হাজার টাকা মূল্যের অনুমোদনহীন ভেজাল ওষুধ।
সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল সংলগ্ন ম্যাক্স হাসপাতালের ম্যাক্স ফার্মেসী ও আশপাশের ফার্মেসীগুলোতে অভিযান চালানো হয়। এ সময় অনুমোদনহীন পেডিকেয়ার ফার্মা কোম্পানীর ওষুধ বিক্রির অপরাধে ওই কোম্পানীর এসআর জুয়েল রানা ও মেডিকেল প্রমোশন অফিসার সুজাউর রহমান ও ম্যাক্স ফার্মেসীর ম্যানেজার জিয়াউর রহমান জিয়াকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় কোম্পানিটির বিপুল পরিমাণ অুনমোদনহীন ভেজাল ওষুধ।
পরে মুচলেকা নিয়ে ম্যাক্স ফার্মেসীর ম্যানেজার জিয়াউর রহমান জিয়াকে ছেড়ে দেয়া হলেও অপর দুইজনকে আটক দেখানো হয়। আটককৃত জুয়েল রানা রাজশাহী জেলার নতুন ফুদকিপাড়া এলাকার ফিরোজ আলীর ছেলে এবং সুজাউর রহমান জেলার শিবগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের নিরাস উদ্দিনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ ওষুধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মো. আবু জাফর প্রাং জানান, বিকেলে যৌথ অভিযান চালিয়ে অনুমোদনহীন ভেজাল ওষুধ বিক্রির দায়ে দুইজনকে আটক করা হয়েছে এবং বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়। এসব ওষুধ প্রশাসনের অনুমতি ছাড়াই বাজারজাত করা হচ্ছিল।
বিডি প্রতিদিন/এএম