কুষ্টিয়ার কুমারখালীর গ্রামে বাড়ি থেকে মাছ চাষের পুকুরে যাওয়ার পথে খুন হয়েছেন এক গ্রাম্য মাতব্বর। কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের চাঁদপুরে বুধবার রাতে এ ঘটনা ঘটেছে।
নিহতের নাম নজরুল ইসলাম নান্নু (৫৫)। তার বোন সফুরা খাতুন বলেন, প্রতিপক্ষের লোকজন তার ভাইকে রাস্তা থেকে বাড়িতে ধরে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করেছে।এরপর লাশ মাঠে ফেলে গেছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পলাশ কান্তি নাথ বলেন, সামাজিক দ্বন্দ্ব বিশেষ করে গ্রাম্য সালিশের বিচারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা। জড়িতদের বিষয়ে আমরা কয়েকজনের নাম পেয়েছি। যাচাই-বাছাইয়ের পর বিস্তারিত জানানো যাবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ