কুমিল্লায় ২৬ মার্চ ভোরে টাউন হল মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, পুলিশ সুপার আবদুল মান্নান, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক আক্তারুজ্জামান, কুমিল্লার উপ-পরিচালক আইউব মাহমুদ, বিনা কুমিল্লার অফিস প্রধান আশিকুর রহমান, আইইবি কুমিল্লার ভাইস চেয়ারম্যান মীর ফজলে রাব্বী, সম্মানী সম্পাদক রহমত উল্লাহ কবির প্রমুখ।
এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়। অপর দিকে দেবিদ্বারে এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়ামে কুচকাওয়াজ, ডিসপ্লে অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। এছাড়া হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল