বান্দরবানের আলীকদম-চকরিয়া সড়ক থেকে পাচারকালে অজ্ঞান অবস্থায় দু’টি ভাল্লুক ছানাসহ মো. আলাউদ্দিন (২৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার ২ এপ্রিল সকালে বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
পুলিশ সুপার জানান, সোমবার ১ এপ্রিল সন্ধ্যায় আলীকদম-চকরিয়া সড়কের শিবাতলী পাড়া এলাকায় আলীকদম থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. আলাউদ্দিন নামে এক মোটরসাইকেল আরোহীকে আটক করে। পরে তার কাছে থাকা বস্তায় অজ্ঞান অবস্থায় দুটি ভাল্লুক ছানা পাওয়া যায়। এ সংক্রান্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি জানান, কক্সবাজারের চকরিয়ায় অবস্থিত বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে উদ্ধারকৃত ভাল্লুক ছানা দু’টিকে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/নাজমুল