বিয়ের প্রলোভন দেখিয়ে এক শিক্ষিকা ক্রমান্বয়ে ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগে করেছেন নজরুল আহমদ নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক ব্যক্তি। মঙ্গলবার দুপুর ২টায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন ডেকে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন অভিযোগ করেন তিনি।
নজরুল আহমদ মৌলভীবাজার জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের হাজী আব্দুস সোবাহানের ছেলে।
অভিযোগে উল্লেখ করা হয়, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষিকা তাহেরা আক্তার প্রবাসী নজরুলকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে ওই প্রবাসী তাকে বিভিন্ন সময়ে প্রায় ৩০ লাখ টাকা, আইফোন, ল্যাফটপ, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র দেন।
সম্প্রতি তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন ওই শিক্ষিকা। শিক্ষাকাকে নানা সময় পাঠানো টাকার ব্যাংক স্টেটমেন্ট দেখান প্রবাসী নজরুল। তিনি ২০ বছর ধরে আমেরিকায় বসবাস করছেন।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষিকা তাহেরা আক্তার বলেন, ওই প্রবাসীর সাথে আমার সরাসরি কোনো দেখা সাক্ষাৎ হয়নি। বিভিন্ন সময় মোবাইলে কথা হয়েছে। এরই সূত্র ধরে তিনি আমার ভাইদের বিদেশে নেওয়ার জন্য আমাদের কাছ থেকে টাকা নিয়েছেন।
বিডি প্রতিদিন/এমআই