বগুড়ার কাহালুতে পাওনা টাকা না পেয়ে রেদুয়ান (১৮) নামে এক যুবককে হত্যা করেছে এক বন্ধু। শুক্রবার রাত ১০টার দিকে কাহালু উপজেলায় এ ঘটনা ঘটে। নিহত রেদুয়ান উপজেলার পাতাঞ্জ গ্রামের মো. মেরাজুলের ছেলে।
জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার পাতাঞ্জ গ্রামে আব্দুল মান্নানের পুকুর পাড়ে কৌশলে ডেকে নিয়ে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে রেদুয়ানকে হত্যা করে আরেক বন্ধু। থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে রেদুয়ানের বন্ধু মাদ্রাসা ছাত্র আবুল কাসেম স্বীকার করে সে রেদুয়ানকে ১১ হাজার টাকা ধার দেয়। ধারের টাকা না পেয়ে রেদুয়ানকে আব্দুল মান্নানের পুকুর পাড়ে ডেকে নিয়ে হত্যা করে।
লাশ পুলিশ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয়। সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসাবাদ করার পর পাতাঞ্জ গ্রামের আব্দুল কাদেরের ছেলে আবুল কাশেমকে গ্রেফতার করে পুলিশ।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান, কাসেম রেদুয়ানের কাছ থেকে পাওনা টাকা আদায় করতে না পেরে সেই ক্ষোভে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সব স্বীকার করেছে কাসেম। হত্যাকাণ্ডে ব্যবহার করা হাসুয়া উদ্ধার করা হয়। এ ঘটনায় রেদুয়ানের বাবা মো. মেরাজুল বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বিডি প্রতিদিন/এমআই