পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জয়পুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হায়দার আলী পলাশের উদ্যোগে ৭শ পরিবারের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকালে পৌর শহরের বিশ্বাস পাড়া এলাকায় কাউন্সিলরের কার্যালয় চত্ত্বরে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
কাউন্সিলর হায়দার আলী পলাশ বলেন, প্রতি বছরের মতো ঈদুল ফিতরের আগে তার এলাকার সাধারণ মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছি। এভাবেই সবসময় মানুষের পাশে থাকবেন এবং মানুষের জন্য কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন এই কাউন্সিলর।
বিডি প্রতিদিন/এএ