বান্দরবানে অভিযান চালিয়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুইজন সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। আজ রবিবার র্যাব-১৫ এর বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুই কুকি-চিন সদস্য হলেন - সংগঠনটির কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রধান সমন্বয়ক চেওসিম বম (৫৫) ও কেএনএফ নেতা রোয়ান লিন বম (৫৫)।
র্যাব জানায়, রুয়াছড়ি উপজেলায় জুরভাং পাড়া, খামতাং পাড়া, পাইনক্ষিয়াং পাড়া এবং রৌনিন পাড়া এলাকাগুলো সশস্ত্র কেএনএফ সদস্যদের নেতৃত্ব দেন রোয়ান লিন বম। অন্যদিকে বম জঙ্গি নেতা নাথান বমের সঙ্গে আত্মীয়তা সম্পর্ক রয়েছে চেওসিম বমের। বান্দরবানের শারণ পাড়ার মৃত রোয়াল খুব বমের ছেলে চেওসিম।
রবিবার বিকেলে বান্দরবান জেলা পরিষদ অডিটরিয়ামে র্যাব ১৫ এর পরিচালক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন সাংবাদিকদের জানান, এ ঘটনায় চেওসিম বমের পরিবারের আরো এক সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে এখনো তাকে গ্রেফতার দেখানো হয়নি।
লেফটেনেন্ট কর্নেল সাজ্জাদ জানান, গোয়েন্দা সূত্রের ভিত্তিতে খবর পেয়ে শনিবার ৬ এপ্রিল রাত থেকে চেওসিমের বাড়িটি ঘেরাও করে রাখে র্যাব সদস্যরা। এসময় তার বাড়ির লোকজন র্যাব সদস্যদের ঘরের ভেতরে ঢুকতে দিতে চাচ্ছিলো না। পরে র্যাব ঘরে প্রবেশ করতে সক্ষম হয় এবং একটি বিশেষ কুঠুরি থেকে চেওসিমকে বের করে নিয়ে আসা হয়।
র্যাব ১৫ পরিচালক জানান, গ্রেপ্তারকৃত চেওসিম ‘কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’ গঠনপূর্ব ‘কুকিচিন ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (কেএনডিও)’ এর অন্যতম প্রধান ছিলেন। বর্তমানে পর্দার আড়ালে থেকে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনায় কেএনএফ সদস্যদের পরামর্শ দিয়ে যাচ্ছে।
তিনি জানান, কেএনএফ’ এর সাথে জড়িতদের গ্রেফতারে বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালাচ্ছে র্যাব।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ/হিমেল