বজ্রপাতে দেশের চার জেলায় নারী-শিশুসহ প্রাণ হারিয়েছেন ছয়জন। এর মধ্যে ঝালকাঠিতে তিন জন এবং নেত্রকোনা, যশোর ও বাগেরহাটে এক জন করে মৃত্যুর খবর পাওয়া গেছে।
আজ রবিবার সকাল থেকে দুপুরের মধ্যে বজ্রপাতের এসব ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
ঝালকাঠি:
বজ্রপাতে জেলায় দুই নারী ও এক শিশু নিহত হয়েছে। তারা হলেন- হেলেনা বেগম (৪০), মিনারা বেগম (৩৫) ও মাহিয়া আক্তার ঈশানা ( ১১)। আজ রবিবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। জেলার কাঠালিয়া উপজেলার আওড়াবুনিয়া ইউনিয়নের মুন্সিরাবাদ গ্রামে হেলেনা বেগম (৪৪) বৃষ্টিতে ঘরের বাইরে নামলে বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হয়। আর ঝালকাঠি সদর উপজেলার শেখের ইউনিয়নের মিনারা বেগম নামে এক গৃহিনী ও পোনাবালিয়া ইউনিয়নের ইসালিয়া গ্রামে মাঠে গরু আনতে যাবার সময় লামিয়া আক্তার নামে এক শিশু নিহত হয়। মাহিয়া আক্তার ঈশানা আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল এ তথ্য নিশ্চিত করেছেন। কালবৈশাখী ঝড়ে মাঠ থেকে গবাদি পশু আনতে গিয়ে তারা বজ্রপাতে নিহত হয় বলে জানান তিনি। বজ্রপাতে আহত হন একজন।
নেত্রকোনা:
নেত্রকোনার খালিয়াজুরীর জগন্নাথপুর হাওরে নিজ জমিতে বজ্রপাতে মো. শহীদ মিয়া (৫২) নামে এক কৃষকের মুত্যৃ হয়েছে। তিনি খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মুত কফিল উদ্দিনের ছেলে। স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রয়েছে শহিদ মিয়ার।
আজ রবিবার দুপুর ১২টার দিকে শহীদ মিয়া নিজ জমিতে মরিচ তুলতে গেলে বজ্রপাতের এই ঘটনা ঘটে। খালিয়াজুরী থানার ওসি খোকন কুমার সাহা জানান, নিজের জমিতে মরিচ গাছ পরিচর্চা করছিরেন শহীদ মিয়া। এসময় বজ্রপাতের ঘটনা ঘটে।
যশোর :
যশোরের ঝিকরগাছা উপজেলায় ধান ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুল মালেক। তিনি পাটোয়ারী (৬০) উপজেলার বড়পোদাউলিয়া গ্রামের মৃত ওমর আলি পাটোয়ারীর ছেলে।
আজ রবিবার সকালে উপজেলার বড়পোদাউলিয়া গ্রামের বিলে এ ঘটনা ঘটে বলে জানান ঝিকরগাছার শংকরপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য পোদাউলিয়া গ্রামের জাহান আলি।
জাহান আলি বলেন, সকালে বাড়ির পাশের বিলে নিজের ধানক্ষেতে কাজ করতে গিয়েছিলেন আব্দুল মালেক। এ সময় বৃষ্টিপাতের সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বৃষ্টি থামার পর অন্য কৃষকরা বিলে গেলে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
বাগেরহাট :
বাগেরহাটে কালবৈশাখী ঝড় চলাকালে জেলার কচুয়ার চর সোনাকুড় গ্রামে বজ্রপাতে লিকসান সরদার (৩২) নামে এক মাদরাসার দপ্তরি নিহত হয়েছেন।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন জানান, কালবৈশাখী ঝড় চলাকালে গ্রামের মাঠে গরু আনতে গিয়ে চর সোনাকুড় আলিম মাদরাসার দপ্তরি লিকসান সরদার বজ্রপাতে নিহত হয়েছেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ