বরগুনার বেতাগী উপজেলায় জাল টাকা লেনদেনের অভিযোগে নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার উপজেলার সরিষামুড়ীর শষির বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
স্থানীয়রা জানান, সরিষামুড়ী ইউনিয়নে দীর্ঘদিন যাবৎ একটি চক্র জাল টাকার ব্যবসা করে আসছে। এই চক্রের সদস্য মমতাজ শনিবার সরিষামুড়ীর শষির বাজারে ১ হাজার টাকার ৯টি জাল নোট লেনদেনের সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে।
পরে বেতাগীর মায়ারহাট পুলিশ ক্যাম্পে খবর দিলে পুলিশ মমতাজকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার তথ্যমতে, এই চক্রের অন্যতম সদস্য নুর আলম খলিফা ও আলমগীরকে গ্রেফতার করে বেতাগী থানা পুলিশ।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি না, তদন্ত চলছে। গ্রেফতারদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই