দিনাজপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নির্বাচনে তহিদুল হক সরকার সভাপতি ও আবু নঈম মো. হাবিবুল্লাহ সাধারণ সম্পাদক পদে পুনরায় বিজয়ী হয়েছেন।
শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় তলার হলরুমে নির্বাচনটি সম্পন্ন হয়। পরে রাতেই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আনোয়ার কামাল।
নির্বাচনে বিজয়ীরা হলেন-সভাপতি অ্যাডভোকেট মো. তহিদুল হক সরকার, সহ-সভাপতি মো. মেহেবুব হাসান চৌধুরী লিটন ও মুহাম্মদ নুরুল ইসলাম-৩, সাধারণ সম্পাদক আবু নঈম মো. হাবিবুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক রিচার্ড মুর্ম্মু ও মো. শাহরিয়ার কবীর কিংশুক, কোষাধ্যক্ষ মো. মাসুদ রানা-২, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রেখামনি, সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক মো. তোজাম্মেল হক লিটন, পাঠাগার সম্পাদক আহাম্মদ মন্ডল এবং সদস্য পদে নির্বাচিতরা হলেন-সৈয়দ মোসাব্বির হোসেন উচ্ছ্বাস, তছলিমা আকতার তাজ, কাজী মাহবুব সোবহানী চৌধুরী বাবু, জয়ন্ত কুমার রায় জুয়েল, নাজনীন আরা ইয়াসমিন। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন অ্যাডভোকেট শ্রী সুভাষ চন্দ্র রায় ও অ্যাডভোকেট মো. আনারুল ইসলাম।
বিডি প্রতিদিন/এমআই