নাটোরের নলডাঙ্গায় এক ফার্মেসি দোকানে চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার নলডাঙ্গা বাজারের হাবিব ফার্মেসি দোকানের পেছনের জানালার গ্রিল কেটে দোকানে ঢোকে চোরের দল। এরপর ড্রয়ারের তালা ভেঙে ওষুধ বিক্রির দেড় লাখ টাকা চুরি করে পালিয়ে যায়।
হাবিব ফার্মেসির মালিকের নাম মিজানুর রহমান মাহাবুল। তার বাড়ি উপজেলার তেঘরিয়া গ্রামে।
পুলিশ, দোকান মালিক ও স্থানীয় লোকজন জানান, নলডাঙ্গা বাজারের হাবিব ফার্মেসির মালিক মিজানুর রহমান মাহাবুল দোকান বন্ধ করে শনিবার রাত ৮টার দিকে তারাবির নামাজ পড়ার জন্য মসজিদে যান। নামাজ শেষে দোকান খুলে দেখেন দোকানের পেছনের জানালার গ্রিল কেটে তার ড্রয়ারের তালা ভেঙে ওষুধ বিক্রির নগদ ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে গেছে চোর।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোরুজ্জামান বলেন, এ ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। চুরির সময় দোকান ঘরের সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া যায়নি। বাইরের সিসি ক্যামেরা দেখে চোর শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় অভিযোগ দিয়েছে। কিন্ত মামলা করতে চাচ্ছেন না দোকান মালিক।
বিডি প্রতিদিন/এমআই