ঝালকাঠিতে বজ্রপাতে দুই নারী ও এক শিশু নিহত হয়েছে। এরা হলেন মিনারা বেগম (৩৫), হেলেনা বেগম (৪০) ও মাহিয়া আক্তার ঈশানা (১১)।
রবিবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। জেলার কাঠালিয়া উপজেলার আওড়াবুনিয়া ইউনিয়নের মুন্সিরাবাদ গ্রামে হেলেনা বেগম বৃষ্টিতে ঘরের বাইরে নামলে বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হয়। এদিকে ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের মিনারা বেগম নামে এক গৃহিনী ও পোনাবালিয়া ইউনিয়নের ইসালিয়া গ্রামে মাঠে গরু আনতে যাবার সময় মাহিয়া আক্তার ঈশানা নামে এক শিশু নিহত হয়। মাহিয়া আক্তার ঈশানা আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী।
ঝালকাঠি পুলিশ সুপার মো: আফরুজুল হক টুটুল এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল