১৫ এপ্রিল, ২০২৪ ১৮:১৮

বিজয়নগরে দুই বাসের সংঘর্ষে আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

বিজয়নগরে দুই বাসের সংঘর্ষে আহত ৩০

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই বাসের মুখোমুখী সংঘর্ষে কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছেন। রবিবার বিকেলে উপজেলার রামপুরা এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনার প্রতক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা মো. মিজানুর রহমান জানান, সিলেট থেকে ছেড়ে আসা একটি বাস ঘটনাস্থলে পৌছলে বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জ জেলার মাধবপুরগামী একটি বাস ওই বাসটিকে ধাক্কা দিলে খাদে পড়ে যায়। এতে ৩০ জন আহত হয়। আহতদের স্থানীয়ভাবে রামপুরা বাজার ও জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। 
দুর্ঘটনা কবলিত শ্যামলী বাসের যাত্রী সাইফুর রহমান বলেন, বন্ধুকে নিয়ে শ্রীমঙ্গল থেকে ঢাকায় ফেরার পথে বাসে ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ ঘুম থেকে উঠে দেখি বাস খালের পানিতে পড়ে আছে। পরে বাসের জানালা ভেঙে বের হই। এতে তিনি আঘাতপ্রাপ্ত হলে স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

খাঁটিখাতা হাইওয়ে থানার এস.আই সারোয়ার হোসেন জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসটি বিজয়নগরের রামপুরায় এলে বিশ্বরোড থেকে মাধবপুরগামী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়ছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর