সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনকে প্রভাবিত করতে গোপন বৈঠক করার অভিযোগে গ্রেফতার হওয়া সেই পাঁচ প্রিজাইডিং অফিসারসহ ছয়জনকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বেলা দুপুরের দিকে আসামিদের পক্ষে আইনজীবীরা আদালতের জামিন আবেদন করলে শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ বিল্লাল হোসাইন তাদের জামিনের মঞ্জুর করেছেন। জামিন পাওয়া প্রিজাইডিং কর্মকর্তারা হলেন যমুনা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, এসবি রেলওয়ে কলোনি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম, সিরাজগঞ্জ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. আবু সামা, বাহুকা ডিগ্রি কলেজের প্রভাষক বাচ্চু কুমার ঘোষ, জনতা ব্যাংক এস বি ফজলুল হক রোড শাখার জ্যেষ্ঠ প্রিন্সিপাল কর্মকর্তা এবং শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুর ইসলাম।
মামলায় আসামিপক্ষের আইনজীবী ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কায়সার আহমেদ লিটন জানান, শুনানি শেষে পাঁচ প্রিজাইডিং কর্মকর্তাসহ গ্রেফতার হওয়া ছয়জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।
প্রসঙ্গত, গত রবিবার রাতে জেলা সদর উপজেলার কাদাই গার্ডেন প্যালেস রিসোর্টে আচরণবিধি লঙ্ঘন করে একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গোপন বৈঠক করার অভিযোগে সোমবার পাঁচজন প্রিসাইডিং অফিসারসহ ছয়জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ ঘটনায় জেলা রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম বাদী হয়ে নামীয় ৮ জনসহ অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে মামলা করেন। সোমবার রাতেই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানান জেলা প্রশাসক (ডিসি) মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। বর্তমানে মামলাটি ডিবি তদন্ত করছে।
বিডি প্রতিদিন/এএ