সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গরমের মধ্যে ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের রহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক বিষ্ণুপদ মজুমদার (৫১) রহিমপুর গ্রামের বাসিন্দা।
বাঙ্গালা ইউপির চেয়ারম্যান সোহেল রানা নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার ভোরে নিজের জমিতে শ্রমিকদের সাথে কৃষক বিষ্ণুপদ মজুমদার নিজেও ধান কাটছিলেন। গরমের কারণে ১০টার দিকে হিটস্ট্রোকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয়রা উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এএ