সেবা প্রদান প্রক্রিয়া সহজীকরণসহ গুণগত সেবা প্রদানের লক্ষ্যে রংপুর বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক কার্যালয়ের উদ্যোগে সেবা গ্রহীতাগণের সমন্বয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সেবাগ্রহীতাদের সঙ্গে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (প্রশাসন) এ,এইচ, এম শামসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান এবং অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও ডিসিএ রংপুর অফিসের সার্বিক কর্মকাণ্ডের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন রংপুর বিভাগের বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক ও অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ শাহজাহান। সঞ্চালনা করেন ডেপুটি ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস মোঃ আসাদুল ইসলাম ও শামছুন্নাহার। গণশুনানিতে বিভিন্ন বিষয় তুলে ধরে মতামত প্রদান করেন পুলিশ সুপার (ক্রাইম মানেজমেন্ট) মোঃ আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, পেনশনার অবসরপ্রাপ্ত প্রফেসর মোঃ সফিয়ার রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের ভ‚মি অধিগ্রহণ কর্মকর্তা মোকলেদা খাতুন, দুদকের সহকারী পরিচালক মোঃ হোসাইন শরীফ, প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ নিশাদ রহমান, রাপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোঃ মেজবাহুল হাসান চৌধুরী প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ