প্রশাসনের ঘোষণা মতোই মধুমাসের শুরুতে চুয়াডাঙ্গার বাজারে আসতে শুরু করেছে আঁটি, গুটি ও বোম্বাই আম। বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা আনুষ্ঠানিকভাবে গাছ থেকে আম সংগ্রহ উদ্বোধন করেন। এ সময় সাথে ছিলেন কৃষি কর্মকর্তা ও বাগান মালিকরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা বলেন, চুয়াডাঙ্গা জেলায় ২ হাজার ৩০৪ হেক্টর জমিতে আমের আবাদ রয়েছে। যা থেকে ৩০ হাজার মেট্রিক টন আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আশা করা যায় এ বছর চুয়াডাঙ্গা জেলায় ১৫০ কোটি টাকার আম বেচা-কেনা হবে।
জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, প্রশাসনের কেলেন্ডার মেনে পরবর্তীতে অন্য আমগুলোও সংগ্রহ করা হবে। জাতভেদে পর্যায়ক্রমে এসব আম সংগ্রহ চলবে জুলাই মাস পর্যন্ত। একই সাথে ভোক্তা পর্যায়ে নিরাপদ আম পৌঁছানোর প্রতি গুরুত্বারোপ করেন তিনি।
বিডি প্রতিদিন/এএ