বগুড়ার গাবতলীতে সরকারি গাছ কাটার অভিযোগে দায়ের মামলায় কারামুক্ত হয়েছেন বিএনপি নেতা এ কিউ এম ডিসেন্ট আহম্মেদ সুমন।
গতকাল বৃহস্পতিবার গাবতলী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে জামিনের আদেশ দেন। তিনি এ দিন কারাগার থেকে মুক্ত হয়েছেন।
আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী নূর এ আজম বাবু।
এর আগে, কালুডাঙ্গা ভিটাপাড়া সড়কের আব্দুর রহমান ধলু প্রামাণিকের জমির পাশে সরকারি রাস্তার ওপর লাগানো ১০টি বিভিন্ন আকৃতির আমগাছ কাটার মামলায় ১৫ মে ঢাকা থেকে গ্রেফতার হন সুমন। সুমন গাবতলী উপজেলার কালুডাঙ্গা গ্রামের হারুনু রশিদের ছেলে এবং গাবতলী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ