চাঁদপুর হাজীগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নে একটি খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে । বৃহস্পতিবার রাতে ওই ইউনিয়নের নোয়াপাড়া সড়কের হাঁট খোলা বাড়ির পাশের খাল থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ।
শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য ওই নারীর মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় এক নারী তার গৃহপালিত হাঁস ধরতে খালটিতে নামে। পরে খালে কচুরিপানার নিচে চুল দেখতে পেয়ে ভয়ে চিৎকার দেয়। পরে স্থানীয়রা এসে বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ ও এসআই জাফর আহমেদ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
পুলিশ লাশটি উদ্ধার করে স্থানীয়দের দেখালে কেউই মৃত নারীকে চিনেন না এবং স্থানীয় কেউ নিখোঁজও হননি বলে জানান। এদিকে ঘটনাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে খবর দেয়া হয়। রাতেই তারা মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সাকের্ল) পংকজ কুমার দে জানান, ধারণা করা হচ্ছে কয়েকদিন ধরে মরদেহটি এই খালে পড়ে ছিল। স্থানীয়রা কেউ যেহেতু লাশের পরিচয় জানেন না, তাহলে সন্দেহ থাকছে। কেউ মেরে এখানে ফেলে গেছে কিনা তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। এখনও লাশের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং পরিচয় সনাক্ত করতে পুলিশ কাজ করছে।
চাঁদপুর পিবিআই'র পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ বলেন, নারীর লাশের বেশিরভাগ অংশ পচে-গলে গেছে। তার পরিচয় সনাক্ত করতে ফিঙ্গার প্রিন্ট পর্যন্ত নেয়া সম্ভব হয়নি। তারপরও তদন্ত কাজ অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এএ