ময়মনসিংহের ফুলপুরে দুর্নীতি বিরোধী রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ হলরুমে ওই প্রতিযোগিতা শুরু হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর আয়োজন করে।
জানা যায়, প্রতিযোগিতায় উপজেলার ৬টি উচ্চ বিদ্যালয় অংশ নেয়। এগুলো হলো ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, ফুলপুর পাইলট মডেল বালিকা উচ্চ বিদ্যালয়, গ্রামাউস মডেল একাডেমি, পাগলা উচ্চ বিদ্যালয়, ডিপিএস মডেল একাডেমি ও বালিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়। দুই ক্যাটাগরিতে এসব বিদ্যালয় থেকে ৪ জন করে মোট ২৪ জন প্রতিযোগি অংশ নেন।
৬ষ্ঠ- ৮ম শ্রেণির জন্য রচনার শিরোনাম ছিলো 'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের ভুমিকা' আর ৯ম-১০ম শ্রেণির জন্য শিরোনাম ছিলো 'বঙ্গবন্ধুর সুনীতি, বন্ধ কর দুর্নীতি'। এ প্রতিযোগিতা সার্বিক তদারকি করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম, সাধারণ সম্পাদক মাওলানা মোখলেছুর রহমান মন্ডল, সদস্য শাহীন আরা বেগম, জহুরা খাতুন, হুমায়ুন কবির, মাসুদা পারভীন প্রমুখ। আর বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ফুলপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ছাইফুল ইসলাম। ৬ষ্ঠ-৮ম গ্রুপে প্রথম পুরস্কার পেয়েছে ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সামিয়া আক্তার শিখা। দ্বিতীয় পুরস্কার পেয়েছে ফুলপুর পাইলট মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সুলতানা আক্তার মিম এবং তৃতীয় পুরস্কার পেয়েছে গ্রামাউস মডেল একাডেমির ছাত্র মাহমুদুল হাসান। এছাড়া ৯ম-১০ম গ্রুপে প্রথম হয়েছে গ্রামাউস মডেল একাডেমির ছাত্রী তাহিয়াতুল বুসরা। দ্বিতীয় হয়েছেন পাগলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সায়মা মণি লামিয়া এবং তৃতীয় পুরস্কার পেয়েছে বালিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের ছাত্রী তানজিলা। অংশগ্রহণকারী সবাইকে শান্তনা পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কার হিসেবে বিভিন্ন নামকরা লেখকদের লেখা বই প্রদান করা হয়। পুরস্কার প্রদান করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম।
এ সময় সহযোগী হিসেবে বালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু রায়হান ও আবুল হাসেম, পাগলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সাত্তার, ডিপিএস মডেল একাডেমির শিক্ষক উত্তম চন্দ্র দেবনাথ, ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা জহুরা খাতুন, হলিচাইল্ড কিন্ডার গার্টেনের শিক্ষিকা মাসুদা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ