গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছেন চেয়ারম্যান প্রার্থী মো. সফিউল ইসলাম আলম। সফিউল সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান। তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।
শুক্রবার (১৭ মে) পাঁচপীর বাজারস্থ তার ব্যক্তিগত কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন।
তৃতীয় ধাপে আগামী ২৯ মে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থীর মধ্যে ১২ মে দুর্লভ চন্দ্র মন্ডল তার প্রার্থীতা প্রত্যাহার করায় ৯ জন প্রার্থী তাদের প্রতীক নিয়ে প্রচারণা শুরু করেন। এরই মধ্যে শুক্রবার সফিউল ইসলাম আলম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সফিউল ইসলাম আলম জানান ব্যক্তিগত অসুবিধাজনিত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি তার কোনো সমর্থন নেই বলেও জানান।
বিডি প্রতিদিন/হিমেল