জয়পুরহাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মোস্তাকিম ফাররোখ (দৈনিক করতোয়া) এবং সাধারণ সম্পাদক পদে রতন কুমার খাঁ (দেশকাল) নির্বাচিত হয়েছেন।
শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেসক্লাবের দ্বিতল ভবনে ভোটাধিকার প্রয়োগ করেন সদস্যরা।
নির্বাচনে সহ-সভাপতি পদে শাহাদুল ইসলাম সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাসুদ রানা, কোষাধক্ষ পদে আবু মুসা, প্রচার, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে মাহমুদুল ইসলাম, সদস্য পদে তপন কুমার খাঁ, মাজেদ রহমান, মোয়াজ্জেম হোসেন, ওম প্রকাশ আগরওয়ালা ও শাহজাহান সিরাজ মিঠু নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, জয়পুরহাট প্রেসক্লাবের মোট ২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে সভাপতি পদে মোস্তাকিম ফাররোখ সর্বোচ্চ ১৭ ভোট পেয়ে বিজয়ী হন। এছাড়াও সাধারণ সম্পাদক পদে রতন কুমার খাঁ ১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। এই নির্বাচনে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন নন্দকিশোর আগরওয়ালা, আলমগীর চৌধুরী ও নজরুল ইসলাম।
বিডি প্রতিদিন/হিমেল