ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরে বগুড়ায় মঙ্গলবারও ছিল আনন্দ উল্লাস। এর আগে গত সোমবার থানা, পুলিশ ফাঁড়িসহ বহু প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। লুট হয়েছে মার্কেটসহ অসংখ্য দোকানপাট। এদিন বিকাল ৪টার দিকে শুরু হয় হামলার ঘটনা।
এদিকে মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত বগুড়া সদর থানার বিভিন্ন কক্ষে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় শত শত মানুষ সদর থানা দেখতে ভিড় জমায়।
সোমবার বিক্ষুদ্ধ জনতা বগুড়ার পুলিশ প্লাজায় দোকানপাটে হামলা লুটপাট করে। এরপর তারা বগুড়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হামলা ও লুটপাট চালায়। এরপর আগুন ধরিয়ে দেয়। ঘণ্টাব্যাপী শহরের শতাধিক দোকানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। বগুড়া সদর থানায় কয়েক দফা হামলার পর পুলিশ সদস্যরা নিরাপত্তার জন্য একজোট হয়ে কয়েকটি গাড়িতে সেনা সদস্যদের কাভার নিয়ে পুলিশ লাইন্সের দিকে যাওয়ার সময় জনতার বাধার মুখে পড়ে। এসময় পুলিশ শত শত রাউন্ড গুলি, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ছুঁড়তে ছুঁড়তে পুলিশ লাইন্সের দিকে চলে যায়। পরে বিক্ষোভকারীরা বগুড়া সদর থানায় ঢুকে হামলা ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত বগুড়া সদর থানায় আগুন জ্বলতে দেখা যায়।
বিডি প্রতিদিন/একেএ