বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে সাবকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। এই আনন্দে রাজবাড়ীতে ‘শুকরিয়া মিছিল’ ও নিহত ছাত্রদের স্মরণে নামাজ আদায় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের পান্না চত্ত্বর থেকে মিছিল বের করেন দলীয় নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়কসহ বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে রেলগেট শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়। সেখানে এসে সমাবেশ ও দোয়া মোনাজাত করেন সংগঠনটির নেতাকর্মীরা।
পরে রাজবাড়ী প্রেস ক্লাব সংলগ্ন জামে মসজিদে ছাত্র আন্দোনে নিহতদের স্মরণে নামাজ আদায় করেন নেতাকর্মীরা। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি সামছুল হুদা, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, কারী আবু ইউসুফসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ