সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। সংগঠনের সভাপতি গনেশ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাব ও অবিভক্ত বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ওয়াসিকুর রহমান বেচান।
আরও বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মীর সাজ্জাদ আলী সন্তোষ, সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, সিনিয়র সাংবাদিক আব্দুর রহীম বগরা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা, সিনিয়র সাংবাদিক সবুর শাহ লোটাস, আবুল কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সাধারণ সম্পাদক এমআর শাইন, সাংবাদিক রাহাত রিটু, বাদল চৌধুরী, রেজাউল হক বাবু, প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহীম, জহুরুল ইসলাম, মোস্তফা মোঘল, আব্দুস সাত্তার, প্রতীক ওমর, আব্দুল ওয়াদুদ, শামীম আহম্মেদ, মাহফুজ মন্ডল, জেডএ মিলন, শফিকুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক ইউনিয়ন বগুড়া পেশাদার সাংবাদিকদের অধিকার আদায়ে কোন আপোস করবে না। অবিলম্বে প্রেসক্লাবের অবৈধ কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
সমাবেশে কয়েকজন সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিডি প্রতিদিন/এমআই