বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি পাওয়ায় বরিশালে সমাবেশ ও আনন্দ মিছিল করা হয়েছে। বরিশাল জেলা ও মহানগর বিএনপির সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক।
বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি এবায়দুল হক চান ও মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন, বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব আবুল কালাম শাহিন সহ অন্যরা।
সমাবেশে বিএনপির নেতৃবৃন্দ জনগণের জানমাল রক্ষায়, শান্তি-শৃংখলা বজায় রাখার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন। সমাবেশ শেষে একটি আনন্দ মিছিল বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
বিডি প্রতিদিন/এএম