শেখ হাসিনার পদত্যাগের পর দিনাজপুরের নবাবগঞ্জের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে থানা চত্বরে সংঘাত এড়াতে বিএনপি-ছাত্রশিবির ও জামায়াতের কিছু যুবক পাহারা দেয়। শুধু থানা চত্বর নয়, নবাবগঞ্জ উপজেলার সংখ্যালঘু হিন্দুদের গ্রামে গ্রামে গিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করছেন।
নবাবগঞ্জের তর্পণ ঘাট এলাকায় রতন চন্দ্র রায় নামের একজন সাংবাদিকদের বলেন, শীতার কোড এলাকার দাদুরি গ্রামে প্রায় ১১০ হিন্দু পরিবারের বসবাস। মঙ্গলবার রাতে তাদের মন্দির ও বাড়ি আক্রমণ করবে এমন খবর ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়েন তারা। পরে জামায়াতের নবাবগঞ্জ উপজেলা শাখার যুব বিভাগের দায়িত্বপ্রাপ্ত সেলিম রানার সঙ্গে যোগাযোগ করলে জামায়াত-শিবিরের ৩০-৩৫ জন সেখানে গিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করেন। আমরা তাদের কর্মকাণ্ডে খুশি।
এ ব্যাপারে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহিদুল ইসলাম বলেন, কয়েকদিন থেকে দেশের বিভিন্ন থানা চত্বরে আগুন ও ভাঙচুর চালায় একদল দুর্বৃত্ত। এখানে তিন দিন ধরে জামায়াত ও শিবিরের ৩০-৩৫ জন যুবকের একটি দল পাহারা দিচ্ছে। এতে থানা চত্বরে কোনো ক্ষতি হয়নি।
বিডি প্রতিদিন/এএম