ফেনীতে বিএনপি ও জামায়াতের ৮৮ জন নেতাকর্মীকে জামিন দেওয়া হয়েছে। জামিনে মুক্ত হওয়াদের মধ্যে বিএনপির ৭৮ জন ও জামায়াতের ১০ জন নেতাকর্মী রয়েছে।
জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, মঙ্গলবার বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের ৭৮ জন নেতাকর্মী মুক্তি পেয়েছেন। ক্রমান্বয়ে সবাই এখন মুক্ত হচ্ছেন ও হবেন।
জেলা জামায়াতের সেক্রেটারি মুফতি আবদুল হান্নান বলেন, মঙ্গলবার ফেনীতে জামায়াতের ১০ নেতাকর্মীর জামিন হয়েছে। ফেনী শহর জামায়াতের আমির মোহাম্মদ ইলিয়াছ, মাওলানা ইব্রাহীম খলিল, রবিন, ডাক্তার এরফান, শাহাদাত হোসেন, ডা. মিজানুর রহমান, সোহরাব হোসেন রুকন ও শিবির নেতা নোবেল, মারুফের জামিন হয়েছে।
ফেনী জেলা কারাগারের সুপার মো. ইকবাল হোসেন ৮৮ জনের জামিন পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এমআই