হবিগঞ্জের আজমিরীগঞ্জে আদালতের বেশ কয়েকটি কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে আদালতের নথিপত্র রক্ষিত কক্ষ এবং জিআরও অফিসের কক্ষের অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র ও দুটি কম্পিউটার পুড়ে গেছে বলে জানা গেছে।
বুধবার ভোরে আজমিরীগঞ্জ চৌকি আদালতের নথিসংরক্ষণ কক্ষ ও জিআরও কক্ষে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার ভোর রাতের কোনো একসময়ে একদল দুর্বৃত্তরা আদালত এলাকায় প্রবেশ করে জানালা দিয়ে এসব কক্ষে আগুন দেয়। সকাল সাড়ে নয়টার দিকে সাব-রেজিস্ট্রার অফিসের এক মহিলা কর্মচারী ও একজন আইনজীবীর সহকারী আদালত প্রাঙ্গণে এসে ধোঁয়া দেখতে পেয়ে আরও কয়েকজন আইনজীবীর সহকারীদের বিষয়টি অবগত করেন। এরপর আদালতের পেশকারকে বিষয়টি অবগত করা হয়।
আদালতের পেশকার ঝলক দাস জানান, রাত কিংবা ভোরের কোনো একসময় দুর্বৃত্তরা আদালত এলাকায় প্রবেশ করে জানালা দিয়ে কক্ষগুলোতে আগুন দেয়। আমরা এখন নথিপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ করছি। কী পরিমাণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা এখনো সঠিক বলতে পারছি না।
বিডি প্রতিদিন/এমআই