গাজীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসক কার্যালয় ও দলীয় কার্যালয়ে বিশেষ মতবিনিময় সভা করেছেন গাজীপুর মহানগর বিএনপি। বৃহস্পতিবার দুপুরে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে বিএনপি নেতারা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলামের সঙ্গে চলমান সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক করেন। পরে জয়দেবপুর বাজারে কালী মন্দির পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আশ্বাস দেন বিএনপি নেতারা।
পরে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বিএনপি নেতা অ্যাডভোকেট ড. মুহাম্মদ শহীদুজ্জামান, আহাম্মদ আলী রুশদি, মেহেদী হাসান এলিসে, হান্নান মিয়া হান্নু, সুরুজ আহাম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল