কুমিল্লার জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। এসময় ছাত্ররা ক্যাম্পাস রাজনীতি বন্ধ, চাঁদাবাজি বন্ধ, ব্যবসা সিন্ডিকেট ভাঙাসহ ২৩ দাবি প্রদান করেন। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কক্ষে আয়োজিত সভায় শিক্ষার্থীদের অর্ধশতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আশরাফুল হক বলেন, প্রায় দু'ঘণ্টাব্যাপী আলোচনায় আমরা ক্যাম্পাস রাজনীতি বন্ধের বিষয়ে গুরুত্ব দিয়েছি। ২৩টি দাবি পয়েন্ট আকারে লিখিত আকারে জেলা প্রশাসক বরাবর জমা দিয়েছি। এছাড়াও সড়কে চাঁদাবাজি বন্ধ, ব্যবসা সিন্ডিকেট, আন্দোলনে নিহতদের পরিবারের সাথে যোগাযোগ। আহতদের সহযোগিতা করা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল মামলা তুলে দেওয়া।
ছাত্ররা আরো দাবি করেন, যারা শিক্ষার্থী হত্যায় দায়ী তাদের বিচার, পুলিশসহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক দলের হয়ে কাজ না করা, শহরে ময়লা পরিষ্কার পরিছন্নতা রাখা, ফুটপাতে অবৈধ স্থাপনা ও দোকান না রাখা, শিক্ষার্থীদের জন্য চাকরিতে সরকারি উদ্যােগ গ্রহণ করা।
বিডি প্রতিদিন/এএম