নড়াইলে সড়ক দুর্ঘটনায় আয়েশা সুলতানা (২২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নড়াইল-যশোর সড়কের পৌরসভা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আয়েশা যশোর জেলার বাঘারপাড়া উপজেলার খাজুরা এলাকার বাসিন্দা।
নিহতের সঙ্গে থাকা স্বজন হুমায়তুর রহমান জানায়, আয়েশা সুলতানা ও সে মোটরবাইকে চড়ে নড়াইলের তুলারামপুর ইউনিয়নের চাঁচড়া এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় মোটরবাইক চালিয়ে নড়াইল শহর থেকে চাঁচড়ার দিকে যাওয়ার পথিমধ্যে ফিসারিজ বিভাগের রেণু পোনা উৎপাদন কেন্দ্রের সামনে পৌঁছালে তিনি (আয়েশা) মোটরবাইক থেকে সড়কের উপর পড়ে যান। এ সময় একটি বাস আয়েশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর শুনেছি। আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম