গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দল। গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সভাপতির গাড়ি বহরে আওয়ামী সন্ত্রাসীদের হামলা এবং স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে শনিবার বিকালে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি জয়দেবপুর বাজার বাসস্ট্যান্ড থেকে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিনের নেতৃত্বে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে শিববাড়ী মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে স্বেচ্ছাসেবক দলের নেতা কামরুজ্জামান কাজল, নজরুল ইসলাম, মান্নান মণ্ডল, নূরুজ্জামান, জহিরুল ইসলাম, আজিজুল হক, হারুনুর রশিদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।এদিকে সকালে একই ঘটনার প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান খান মুন্না ও সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওনের নেতৃত্বে নগরীর রাজবাড়ি রোডে পৃথক আরেকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে নেতৃবৃন্দ বক্তৃতায় বলেন, অবিলম্বে মিছিলে হামলা ও হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল