নাশকতার মামলায় ঝিনাইদহে সুরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশারফ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-৬। রবিবার দুপুর ২ টার দিকে সদর উপজেলার পূর্ব কৃষ্ণপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশরাফ সুরাট ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।
এ তথ্য নিশ্চিত করে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর নাঈম আহমেদ জানান, ৪ আগস্ট জেলা বিএনপির অফিস ও জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এএম মজিদের বাড়ি ভাংচুরসহ অগ্নিসংযোগ করে চেয়ারম্যান আশরাফসহ অনেকে। এ নাশকতার মামলার আসামি আশরাফ হোসেন পূর্ব কৃষ্ণপুর এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এরপর বিকালের দিকে তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম