বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় শূরা সদস্য ও কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে রবিবার জেলা ও উপজেলা নেতৃবৃন্দদের নিয়ে মোল্লাতেঘরিয়ায় অবস্থিত আব্দুল ওয়াহিদ রাহি. অডিটোরিয়ামে এ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন। অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া যশোর অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসীনসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোবারক হোসাইন বলেন, বিগত স্বৈরাচার পতনের পর জনগণ বুঝতে পেরেছে জামায়াত একটি গণমানুষের দল, অথচ বিগত বছরগুলোতে আমাদের সমাজের পাশে দাঁড়াতে দেয়নি, আগামীতে জামায়াত যে কোন ধরনের স্বৈরাচারী ষড়যন্ত্র রুখে দেবে। তিনি বলেন, সকলে মিলে ঐক্যবদ্ধ ভূমিকা নিতে ব্যর্থ হলে বিদেশী আগ্রাসন আমাদের দেশকে ধ্বংস করবে। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার ও দেশবাসীকে সতর্ক থাকতে হবে।
জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিনের জোয়ার্দ্দারের পরিচালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির আব্দুল গফুর, কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন ও শাহজাহান আলী মোল্লা। সমাপনী বক্তব্যে সভাপতি মেহমানবৃন্দসহ অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সমাপ্তি ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএ