গাইবান্ধা সদরে দেড় বছর বয়সী তানভীর মিয়া নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের কিশামত গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু তানভীর ওই এলাকার রাজা মিয়ার ছেলে ।
স্বজন ও স্থানীয়রা জানান, ওই সময় তানভীর মিয়া বাড়ির উঠানে খেলছিল। এরই মধ্যে সবার অজান্তে নিখোঁজ হয় সে। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে শিশুটি ভাসতে দেখতে পায় স্বজনরা। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তানভীর মারা যায়। এ তথ্য নিশ্চিত করেছেন বাদিয়াখালী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম সবুজ।
বিডি প্রতিদিন/এএ