কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল উপজেলার নাখারগঞ্জ বাজার এলাকায় মাদকসহ তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৯০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয় এবং বহণকারী অটোটিও জব্দ করে হেফাজতে রাখা হয়।
পুলিশ জানায়,উপজেলার নাখারগঞ্জ বাজার এলাকায় গতকাল সকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।এসময় সন্দেহমূলক একটি ব্যাটারি চালিত অটো থামানোর সিগনাল দিতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ জন অটো থেকে নেমে পালানোর চেষ্টা করার সময় পুলিশ তাদের আটক করে।এসময় তাদের ব্যাটারি চালিত অটো তল্লাসি করে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও অটো জব্দসহ হাতেনাতে গ্রেফততার করে।
মাদক কারবারিরা জেলার নাগেশ্বরী উপজেলার ইসলামপুর পাটেশ্বরী এলাকার বেলাল হোসেন (২২), মোঃ আব্দুল খালেক (২০) ও তাজুল ইসলাম (২২)। এ ব্যাপারে নাগেশ্বরী থানার ওসি মো:মিজানুর রহমান জানান,আটকদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম