বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের নিয়ে বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।
রবিবার দুপুরে বগুড়া আরডিএ মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণ উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া আরডিএ এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. এ.কে.এম অলি উল্যা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরডিএ বগুড়ার পরিচালক (প্রশিক্ষণ) ফেরদৌস হোসেন খান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ওবায়দুদুল হক তরফদার নাহিদ, আরডিএ এর অতিরিক্ত মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন, বগুড়া সিভিল সার্জন ডা. মোহাম্মাদ শফিউল আজম। প্রশিক্ষণ পরিচালকদের মধ্যে বক্তব্য রাখেন আরডিএ এর পরিচালক (পল্লী প্রশাসন ও জেন্ডার) ড. শেখ মেহেদী মোহাম্মদ, যুগ্ম পরিচালক খালিদ আওরঙ্গজেব।
প্রশিক্ষণে দুই ধাপে ৮২ জন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তা অংশ নেন। এরমধ্যে পুরুষ প্রশিক্ষণার্থী ৪৪ জন ও নারী প্রশিক্ষণার্থী ৩৮ জন। ৮ ডিসেম্বর থেকে দুই মাসব্যাপী প্রশিক্ষণে দেশের বিভিন্ন জেলা থেকে স্বাস্থ্য ক্যাডাররা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/আরাফাত