বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় শীতার্তদের মাঝে (কম্বল) শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার ৩নং কাকনী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বাগুন্দা মধ্যপাড়া গ্রামে বিএনপির মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদারসহ দলের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/বাজিত