বিএনপি ক্ষমতায় গেলে দিনের ভোট রাতে হবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর থানা বিএনপির সভাপতি আলহাজ আবুল হোসেন আজাদ। শনিবার বিকালে উপজেলার সুফলাকাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
আবুল হোসেন আজাদ বলেন, ঐক্যের কোনো বিকল্প নেই। সকলে মিলে মিশে কাজ করলে সেটার ভবিষ্যৎ ভালো হয়। তৃণমূল বিএনপিই মূল শক্তি। আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। সেটা বাস্তবায়ন হলে মানুষের কথা বলার অধিকার থাকবে। দেশে গণতন্ত্র থাকবে। মানুষের মুখে হাসি ফুটবে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমান এ দেশের মানুষকে নিয়ে ভাবেন। জিয়া পরিবারকে শেখ হাসিনা ভয় পায়। এ জন্য বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়। বিদেশে উন্নত চিকিৎসার জন্য তার পরিবারের পক্ষ থেকে ৭ বার আহ্বান করা হলেও অনুমতি দেয়নি শেখ হাসিনা সরকার।
তিনি আরও বলেন, সাড়ে ১৫ বছর খুন, গুম করে এবং মিথ্যা মামলা দিয়ে এ দেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছে শেখ হাসিনা। ৭৫ সালে দেখেছিলাম তার পিতা শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করেছিল। শেখ হাসিনাও তাই করেছে। শেখ হাসিনা এ দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে।
আবুল হোসেন আজাদ বলেন, ব্যাংকে টাকা নেই। ব্যাংকে আপনার টাকা জমা আছে, তারপরও টাকা দিচ্ছে মাত্র ৫ হাজার। ৫টি ব্যাংক থেকে এস আলম গ্রুপ দেড় লক্ষ কোটি টাকা নিয়ে গেছে। এর অর্ধেক ৭৫ হাজার কোটি টাকা দিয়েছে শেখ হাসিনার বোন শেখ রেহেনা ও তার ছেলে জয়কে। এ সময় তিনি বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৬০ হাজার কোটি টাকার দুর্নীতির মাধ্যমে শেখ হাসিনার পরিবার তা পাচার করেছে বিদেশে।
সুফলাকাটি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামছুর রহমানের সভাপতিত্বে ইউনিয়নের কলাগাছি বাজারে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, সুফলাকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার জাহাঙ্গীর আলম প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল