জমি নিয়ে বিরোধের জেরে এক নারীকে পালাক্রমে ধর্ষণ ও হত্যা চেষ্টার দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দুজনকে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়।
আজ রবিবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম রায় দেন বলে বেঞ্চ সহকারী আজিবর রহমান জানিয়েছেন।
দণ্ডিতরা হলো-বরিশালের মুলাদী উপজেলার জাগরণী বাজার এলাকার লালু সরদারের ছেলে সিদ্দিক সরদার ও আগৈলঝাড়া উপজেলার বাশাইল গ্রামের প্রয়াত হরলাল বাড়ৈর ছেলে স্বপন বাড়ৈ। রায় ঘোষণার সময় স্বপন বাড়ৈ এজলাসে উপস্থিত ছিলেন।
মামলার বরাতে বেঞ্চ সহকারী আজিবর বলেন, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৬ সালের ১১ সেপ্টেম্বর আসামী সিদ্দিক ফোন করলে উজিরপুর উপজেলার প্রথম ব্রীজ এলাকায় আসেন ওই নারী। তখন তাকে বাবুগঞ্জ উপজেলা এলাকায় নিয়ে সিদ্দিক ও স্বপন বাড়ৈসহ অজ্ঞাত আরও ৬ জন ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর বোন বাদী হয়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করে। বরিশালের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট রেজওয়ানা আফরিন অভিযোগ তদন্ত করে তিনজনের বিরুদ্ধে ২০১৬ সালের ১৯ অক্টোবর তদন্ত প্রতিবেদন জমা দেয়। এর মধ্যে এক আসামি মারা গেছে। দুই জনকে দণ্ড দেয়া হয় বলে বেঞ্চ সহকারী জানিয়েছেন।
বিডি প্রতিদিন/জামশেদ