গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে মেহেরপুরের গাংনীতে তারুণ্যের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মেহেরপুরর গাংনী সরকারি ডিগ্রী কলেজের উদ্যোগে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
তারুণ্যের মেলা উপলক্ষে আয়োজন করা হয় এই পিঠা উৎসবের। চিতই, পাটিসাপটা, জামাই আদর ও পাকানসহ গ্রাম বাংলার হারিয়ে যাওয়া হরেকরকম পিঠা তৈরি করে হাজির হন কলেজের শিক্ষার্থীরা। সঙ্গে ছিল আধুনিক সব পিঠাও। ২৫ টি স্টলে শতাধিত রকমের পিঠার পসরা সাজিয়ে বসেন শিক্ষার্থীরা। তরুণ প্রজন্ম সকাল থেকেই ভিড় জমান পিঠা উৎসবে। পরিচিত হন নতুন ও পুরাতন হরেক রকমের পিঠার সঙ্গে। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে আরো উদ্যমী করে গড়ে তুলবে বলে মনে করছেন তরুনরা।
দিনব্যাপী এ পিঠা উৎসবের উদ্বোধন করেন গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন। উপস্থিত ছিলেন গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, গাংনী সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম।
বিডি প্রতিদিন/এএম