বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আইনজীবী একটি মহান পেশা। এটাকে ব্যবসা হিসেবে গ্রহন করা কাম্য নয়। আইনজীবীদের মাধ্যমেই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামী আইনজীবীরা তাদের নিজেদের স্বার্থে আইনপেশাকে ব্যবহার করেছে। তাই বিএনপিসহ অন্যান্যদলের ব্যক্তিরা সুবিচার থেকে বঞ্চিত হয়েছে।
বুধবার দুপুরে ইকবাল হাসান মাহমুদ টুকু নিজ বাসভবনে সিরাজগঞ্জ জেলা আইনজীবি সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
বিএনপি প্যানেলে জয়ী আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, আইনজীবীরা সুবিচার নিশ্চিতের মাধ্যমেই দেশের মানুষের সেবা করতে পারে। এ জন্য বিএনপিপন্থী আইনজীবীদের আইনজীবী পেশাকে ব্যবসা হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে নিয়ে কাজ করার আহবান জানান। মতবিনিময় সভায় আইনজীবী সমিতির সভাপতি ও পিপি এ্যাড. রফিক সরকারসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন। এর আগে আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে ফুলেল শুভেচ্ছা জানান।
বিডি প্রতিদিন/এএ