কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ার হলিউড পাহাড়ে অপহরণকারীদের আস্তানা থেকে মুমূর্ষু অবস্থায় রাসেল নামে এক যুবককে উদ্ধার করে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার দুপুর দেড়টার দিকে ওই স্থান থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানা যায়।
টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন মরদেহ উদ্ধারের সত্যতা স্বীকার করলেও বিস্তারিত জানাতে পারেননি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আসিফ আলভী বলেন, সোয়া তিনটার দিকে এক যুবককে নিয়ে আসেন। আনার পরপরই তার মৃত্যু হয়। দেহে আঘাতের চিহ্ন ছিল।
বাংলাদেশ নৌবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এক যুবককে অপহরণের পর জিম্মি করে রাখার খবরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হলিউড পাহাড় নামক গহিন পাহাড়ে অভিযান পরিচালনা করে ওই যুবককে উদ্ধার করতে সক্ষম হয় তারা। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল