বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। আজ শুক্রবার (২৫ জুলাই) সকাল থেকেই ভোলায় ঝোড়ো বাতাসের সঙ্গে মাঝারি আকারের বৃষ্টিপাত হচ্ছে।
এদিকে বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত থাকায় ভোলার ১০টি নৌরুটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে এ সব রুটে চলাচলকারী যাত্রীসহ পণ্যবাহী ট্রাকের চালকরা পড়েছেন চরম ভোগান্তিতে।
এ ছাড়া মেঘনা নদী উত্তাল থাকায় ভোলার ইলিশা এলাকায় ছয় জেলে নিয়ে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। পরে অন্য ট্রলারের সহযোগিতায় ডুবে যাওয়া ট্রলার ও জেলেদের জীবিত উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ভোলার ইলিশা নৌ-থানার ওসি মো. শাহিন উদ্দিন।
অপরদিকে নিম্নচাপের প্রভাবে অতি জোয়ারে ভোলার বিচ্ছিন্ন চরাঞ্চল ঢালচর, চরকুকরি-মুকরি, চর পাতিলা, মনপুরার কলাতলির চরসহ প্রায় ৩০-৪০টি চরে স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট পানিতে প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন