Bangladesh Pratidin || Highest Circulated Newspaper

শিরোনাম
প্রকাশ : ২৫ জুন, ২০১৯ ১৬:৪৬
আপডেট : ২৫ জুন, ২০১৯ ১৯:৩৯

ভারতের বিপক্ষে অনিশ্চিত মাহমুদুল্লাহ

অনলাইন ডেস্ক

ভারতের বিপক্ষে অনিশ্চিত মাহমুদুল্লাহ

আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ গতকাল জয় পেলেও ব্যাটিংয়ের সময় চোটে পড়েন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে খুঁড়িয়ে খুঁড়িয়েই ব্যাটিং চালিয়ে গেছেন তিনি। কিন্তু পরে আর ফিল্ডিংয়ে নামেননি টাইগার এই অভিজ্ঞ ক্রিকেটার। সামনে ভারত ও পাকিস্তানের সঙ্গে ম্যাচ। তার আগে পঞ্চপাণ্ডবের একজনের ইনজুরিতে পড়া নিয়ে বাংলাদেশিদের মধ্যে দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে। এখন পর্যন্ত যে খবর তাতে, চোটের কারণে ভারতের বিপক্ষে তার খেলা নিশ্চিত নয়।

সোমবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ রিয়াদের কাফ মাসলে স্ক্যান করানোর কথা জানান মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। 

সেই রিপোর্ট পাওয়ার পর ফিজিও থিহান চন্দ্রমোহন বলেন, 'মাহমুদুল্লাহর লো গ্রেড কাফ ইনজুরি। আমরা আগামী কয়েকদিন তার অবস্থা পর্যবেক্ষণ করব। তারপর বোঝা যাবে বিশ্বকাপে তিনি আগামী ম্যাচটা খেলতে পারবেন কি না।'

এদিকে, মঙ্গলবার গণমাধ্যমকে জাতীয় দলের ম্যানেজার ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বলেছেন, চোটের কারণে ভারতের বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদের খেলা অনিশ্চিত।

বিডি-প্রতিদিন/২৫ জুন, ২০১৯/মাহবুব

 

 


আপনার মন্তব্য