মুরগি ছানারা আপে করে
বললো তাদের মাকে-
আমাদের কেন নাম রাখো না
মা মানুষ যেমন রাখে?
মা বললো হেসে-কেন বাছা
করো মানুষের সাথে তুলনা?
আমরা মুরগি মানুষ তো নই
একথা কখনও ভুলো না।
জন্মের পরে মানব শিশুর
কত নাম রাখা হয়
তোমরাও নাম পাবে তবে
সেটা মৃত্যুর আগে নয়।
মুরগি ছানারা ভীষণ অবাক,
গম্ভীর হয়ে ভাবে
তারপর বলে-বুঝলাম না মা
বলো তো সেটা কীভাবে?
কষ্টে হেসে মা বললো-বাছারা!
এখনও কি বোঝো নাই?
তোমরাই হও টিক্কা কাবাব
রোস্ট বা চিকেন ফ্রাই।