ঘাসের ডগায় ঘাস ফড়িংটা
করছে উড়াউড়ি
তাইনা দ্যাখে খোকন সোনা
করছে ঘুরাঘুরি।
হাত মেলে সে ধরতে ফড়িং
যায় এগিয়ে যখন
ফুড়ুৎ করে যায় যে উড়ে
ঘাস ফড়িংটা তখন।
ঘাসের ফাঁকে লুকিয়ে থাকে
ধরতে যেনো পারে,
যেই না বাড়ায় হাত দুটো তার
অমনি উড়াল মারে।
ঘাস ফড়িংটা গেলো উড়ে
অন্য জায়গায় সরে,
ব্যর্থ হয়ে খোকন সোনা
ফিরল যে তার ঘরে।